শিক্ষা ও গবেষণা নিয়ে আমাদের যাত্রা। শিক্ষায় আমরা মানুষকে উৎসাহিত করি। সুশিল চিন্তা ও উন্নত গবেষণাকে মূল্যায়ন করি। তরুণদের আধুনিক চিন্তায় প্রলুব্ধ করি সৃজন ও উত্তরণের পথে।
আমরা তরুণদের মধ্যে উদ্ভানীশক্তির ভাবনা জাগাই। তাদেরকে পরিশ্রমী হওয়ার অনুপ্রেরণা দেই। যত্ন করি তাদের নৈতিক ও আদর্শ চিন্তায় দূরদর্শী হওয়াকে। যারা নিজেদের জীবনকে ধরতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমন্ত্রণ করি স্বপ্নপূর্ণতার দিকে।
জীবনের যেখানে বোধ জাগ্রত হয়, স্বপ্ন থেকে যেখানে পতন ঝরার হতাশা থাকে না। তরুণদের আমরা সেখানে বন্ধু হতে চাই। শিক্ষা ও গবেষণার কাছে বিস্তৃত করতে চাই উন্নত চিন্তা ও নিঃশব্দ মনোযোগের পথ।
জীবনকে ধরার যাত্রা শুরু হোক আমাদের…
Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!